চর ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি চর ইসলামপুর বাজারের দক্ষিণে অবস্থিত, স্থাস্থ্যকেন্দ্রটি মনরোম পরিবেশে অবস্থিত
ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনা মূল্যে) :
* গর্ভবতী সেবা।
* গর্ভোক্তর সেবা।
* ৫ বছর কম বয়সী শিশুদের সেবা।
* প্রজনন তন্ত্রে যৌন বাহিত রোগের সেবা।
* ইপি.আই.সেবা।
* ভিটামিন এ ক্যাপসুল বিতরণ।
* স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষা মুলক সেবা।
(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনা মূল্যে) :
* খাবার বড়ি ।
* জন্মনিরোধক সামগ্রী।
(গ) সরকার নিধারিত মূল্য সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা।
* ই.সি.পি ৮ (আট) টাকা।
* কনডম ১ (এক) ডজন ১.২০ (এক টাকা বিশ পয়সা
(ঘ) বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবা পরিবার কল্যাণ সহকারী কর্তৃক :
* পরিবার পরিকল্পনা বিষয়ে সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধ করন।
* ইনজেকশন প্রদান (২য় ও তৎপরবর্তী ডোজ)।
* আই.ইউ.ডি/এন.এস.ডি (স্বাস্থ্য পদ্ধতি) পুরুষ ও টিউ ভেকটমী (স্থায়ী পদ্ধতি) মহিলা গ্রহীতার প্রাথমিক বাছাই করন সেবা কেন্দ্রে আনয়ন।
* ঝুকিপূর্ন গর্ভবতী মা কে সনাক্তরন সেবা কেন্দ্রে আনয়ন।
(ঙ) সি.এস.বি.এ কর্তৃক প্রদত্ত সেবা (বিনামুল্যে সেবা)।
* বাড়ীতে স্বাভাবিক প্রসব সেবা।
* নবজাতকের সেবা।
* জটিল রোগী সনাক্ত করন ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরন।
খ) বিনা মুল্যে প্রদেয় সেবাসমূহ :-
পরিবার পরিকল্প (অস্থায়ী পদ্ধতি)
স্থায়ী পদ্ধতি (বিশেষ কার্যক্রম)
· খাবার বড়ি।
· ইনজেকশন।
· আই.ইউ.ডি (কপার টি)
· কনডম (প্রতি ডজন) ১.২০ পয়সা।
· টিউবেকটমী
· ভ্যাসেকটমী / এন.এস.ডি (ছুরি বিহীন অপারেশন)।
· নরপvন্ট প্রয়োগ।
গ) জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহীতাদের পার্শ্ব প্রতিক্রিয়ার চিকিৎসা ও পরামর্শ।
মা ও শিশু স্বাস্থ্য সেবা :
· গর্ভকালিন প্রসব কালিন (ডেলিভারী) ও প্রসবোত্তর সেবা।
· মাসিক নিয়মিত করন (এম.আর) সেবা।
· নবজাতক ও ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের সেবা।
· শিশুদের বি.সি.জি পলিও হামের টিকা।
· মহিলাদের ধনুষ্টংকারের টিকা।
· কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।
· শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ।
· মা ও শিশুদের পুষ্টি সম্প©র্ক পরামর্শ।
· প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রদান।
ঘ) অন্যান্য সেবা :
o প্রাথমিক সেবা।
o জরুরী রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা।
o বি:দ্র: ঔষধ মওজুদ থাকা সাপেক্ষে গরীব রোগী, মা ও শিশুদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস